ইংল্যান্ডের তুলনায় বাংলাদেশে চিকিৎসা সেবা অনেক সহজলভ্য

আনোয়ার হোসাইন লিমন :
2023-05-05 21:43:05
ইংল্যান্ডের তুলনায় বাংলাদেশে চিকিৎসা সেবা অনেক সহজলভ্য

ট্রিটমেন্ট নিতে প্রায় সাড়ে সাত ঘন্টা লেগেছে

ইংল্যান্ডে হসপিটাল থেকে ট্রিটমেন্ট নেয়াটা বেশ কঠিন ব্যাপার! এক প্রকার ভয়াবহ বলা যায়! ইমার্জেন্সিতে এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকা লাগে আর জিপিতে দিনের পর দিন আর মাসের পর মাস গেলেও ডাক্তারের এ্যপয়েনমেন্ট পাওয়া যায় না!

অফিস থেকে ফিরে আসর-মাগরিব আদায় করে ৯টায় আসছি আর এখন সময় ভোর ৪.৩০! মানে ট্রিটমেন্ট নিতে প্রায় সাড়ে সাত ঘন্টা লেগেছে ধৈর্যের চরম পরিক্ষা দিতে হয় এইখানে! চিকিৎসার দিক বিবেচনা করলে তুলনামূলক বাংলাদেশেই ট্রিটমেন্ট অনেক সহজলভ্য! দেশের এক একটা ডাক্তার সুপার হিরোর মত কাজ করে চাইলে যখন তখন ডাক্তারের পরামর্শ নিয়ে দ্রুত চিকিৎসা নেয়া যায় বাংলাদেশে! এটা আসলেই একটা বড় রহমত বলা যায়!

দেরিতে চিকিৎসা সেবা পাওয়া নিয়ে খুব বিরক্ত ইংল্যান্ডের মানুষ! আমি ব্যক্তিগতভাবে অনেকরে চিনি যারা এই চিকিৎসা সেবার কারণে এইদেশে আসেনি, থাকেনি!


আরও দেখুন: