এই কালক্ষেপন কার স্বার্থে?

ডা. বাহারুল আলম (সভাপতি খুলনা বিএমএ) :
2023-03-23 09:33:32
এই কালক্ষেপন কার স্বার্থে?

ডা. বাহারুল আলম (সভাপতি, খুলনা বিএমএ)

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বিএমএ খুলনার সাক্ষাতের আজ দশম দিন অতিবাহিত হল ।

অথচ স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি - ১০ দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করতে বিএমএ-র অনুরোধ ছিল। মন্ত্রী তাৎক্ষনিকভাবে টেলিফোনে দায়িত্বশীল ব্যক্তিকে নির্দেশও দিয়েছিল।

একজন আত্মস্বীকৃত অপরাধীর বিচার কার্যক্রম শুরু করতে বিএমএ-কে স্বরাষ্ট্রমন্ত্রীর সিদ্ধান্ত মেনে নিতে হয়েছে। প্রায় একমাস পূর্বে অধ্যাপক ডা. নিশাত আবদুল্লাহ শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার পরেও এখন পর্যন্ত তদন্ত ও বিচার কার্যক্রম শুরু করা গেল না। এই কালক্ষেপন কার স্বার্থে?
এই তো আমার বাংলাদেশ!


আরও দেখুন: