আজব এক দেশ!

অনলাইন ডেস্ক
2022-10-16 18:30:04
আজব এক দেশ!

ড. খন্দকার মেহেদী আকরাম

কোন এক রনি হঠাৎ কহিয়া উঠিলেন, আমি দেশেই চিকিৎসা নিয়াছি। তাঁহাদের চিকিৎসায়ই আমি সুস্থ হইয়া উঠিয়াছি। দেশের চিকিৎসায় আমার আস্থা রহিয়াছে।

দেশী চিকিৎসকগনের চিকিৎসায় একজনের সুস্থ হয়ে উঠার খবর মূহুর্তেই চারদিকে ছড়াইয়া পড়িল।

ইউরেকা ইউরেকা! এ যেন এক নতুন ঘটনা! অথবা একটি ঘটনা যা মাত্র কালেভদ্রে ঘটিয়া থাকে!

কোন কোন চিকিৎসকও রনির সুস্থ হয়ে উঠার ঘটনায় আত্মহারা। তাঁরাও বলিতে লাগিলেন, দেখুন, দেশী চিকিৎকরাও পারে অসুস্থ মানুষকে সুস্থ করে তুলতে!

আজব এক দেশ!

বাংলাদেশের চিকিৎসকগণের চিকিৎসায় প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ সুস্থ হয়ে উঠছে। সুস্থ হয়ে তারা হাসি মুখে বাড়ি ফিরে যাচ্ছে।

প্রতিদিন হাজার হাজার অসুস্থ মানুষ অপারেশন টেবিলে শুঁয়ে পরছে এই দেশী চিকিৎসকদের উপর ভরসা করেই। এই দেশী চিকিৎসকরাই তাদেরকে কেঁটেকুটে আবার জোঁড়া লাগাচ্ছে।
এত কম রিসোর্স নিয়ে বাংলাদেশের চিকিৎসকগণ যে ধরনের চিকিৎসা দিয়ে যাচ্ছেন সফল ভাবে, তার নজির পৃথিবীর অন্য কোন দেশে নেই।

একজন রনির সুস্থ হয়ে উঠা বা না উঠায়া বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা বা চিকিৎসকদের দক্ষতায় কিছু যায় আসেনা।

এটা আমার ধারণা।


আরও দেখুন: