কোভিডে ১৫ লাখ শিশু অভিভাবকহীন
ডা. নাজিরুম মুবিন
2021-07-24 18:06:25
শিশুদের জন্য অনিশ্চিত ভবিষ্যৎ
যতদিন যাচ্ছে কোভিড মহামারির নতুন নতুন প্রভাব আমাদের চোখের সামনে আসছে। মহামারির প্রথম ১৪ মাসে বিশ্ব জুড়ে প্রায় ১৫ লাখ শিশু তাদের অভিভাবক হারিয়েছে। শিশুদের জন্য অপেক্ষা করছে অনিশ্চিত ভবিষ্যৎ।
শিশুর শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং নিরাপত্তার উপর ভয়ংকর এই প্রভাবটি উঠে এসেছে চিকিৎসা বিষয়ক বিখ্যাত সাময়িকী 'দ্যা ল্যানসেট' এ প্রকাশিত একটি গবেষণা প্রবন্ধে।
১ মার্চ ২০২০ থেকে ৩০ এপ্রিল ২০২১ পর্যন্ত বিশ্বের ২১টি দেশে চালানো গবেষণায় এই ফলাফল পাওয়া যায়।
অভিভাবকহীন এই শিশুদের সঠিকভাবে পরিচর্যা ও পুনর্বাসিত করতে না পারলে তাদের পুষ্টি ও শিক্ষা ব্যাহত হবে। পরবর্তীতে তারা জড়িয়ে পড়তে পারে বিভিন্ন অপরাধকর্মে।