Advertisement
Doctor TV

মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫


চমেকে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত

Main Image


বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় কলেজ একাডেমিক ভবনের সামনে থেকে র‌্যালি বের হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সকাল আটটায় কলেজের শাহ আলম বীর উত্তম মিলনায়তনে বৈজ্ঞানিক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মনিরুল হাসান।

 

এ সময় চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ জসিম উদ্দিন, উপাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুর রব, হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনালের মোহাম্মদ তসলিম উদ্দীনসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, স্নাতকোত্তর শিক্ষার্থী ও চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে জানানো হয়, দিবসটি ২০০১ সালের ২৫ এপ্রিল প্রথম পালন করা হয় আফ্রিকায়। ২০০৭ সালে ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলির ৬০তম অধিবেশনে বিশ্ব ম্যালেরিয়া দিবসের প্রস্তাবনা করা হয়। এরপর থেকে প্রতি বছর ২৫ এপ্রিল দিবসটি পালিত হয়ে আসছে।

 

বক্তারা বলেন, বাংলাদেশে আগের তুলনায় ম্যালেরিয়ার প্রভাব অনেক কমেছে। তারপরও ৬৪ জেলার মধ্যে দক্ষিণ এবং উত্তর-পূর্ব সীমান্তবর্তী ১৩টি জেলার ৭২টি উপজেলায় ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব রয়েছে। এর মধ্যে পার্বত্য রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি ম্যালেরিয়াপ্রবণ এবং কক্সবাজার মধ্য ম্যালেরিয়াপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত। স্বাস্থ্য অধিদপ্তরের ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির তথ্য মতে, দেশের মোট ম্যালেরিয়া আক্রান্তের ৯৩ শতাংশই তিন পার্বত্য জেলায়। 

আরও পড়ুন