Advertisement
Doctor TV

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫


মুন হাসপাতালের কনসালটেশন সেন্টারের কার্যক্রম স্থগিত

Main Image


রোগীকে ভুল ইনজেকশন দেওয়ার অভিযোগে কুমিল্লার মুন হাসপাতালের কনসালটেন্ট বিভাগের কার্যক্রম স্থগিত রাখার আদেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার (১৩ এপ্রিল) অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মইনুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়। একই সাথে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ আশরাফুল মতিনের চিকিৎসা ব্যবস্থাপত্র অনুযায়ী গত ১০ এপ্রিল মনোয়ারা বেগম নামের রোগীকে ইনজেকশন অ্যাকলাস্টা প্রদান করার কথা বলা হয়, যার বাজার মূল্য ৩৪ হাজার ৫০০ টাকা বলে দাবি করা হয়। কিন্তু জালিয়াতির আশ্রয় নিয়ে ইনজেকশন অ্যাকলাস্টার পরিবর্তে জোলেনিক প্রদান করার অভিযোগ পাওয়া যায়, যার বাজারমূল্য ছয় হাজার।

 

এতে আরও বলা হয়, এ বিষয়ে ডা. মোহাম্মদ আশরাফুল মতিনের একটি স্বাক্ষরবিহীন প্রতিবাদলিপি প্রচার হয়। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ কোনোভাবেই দায় এড়াতে পারে না। এ অবস্থায় আগামী সাত কার্যদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠনপূর্বক তদন্ত প্রতিবেদন স্বাস্থ্য অধিদপ্তর বরাবর প্রেরণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

 

তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত গ্রহণ না করা পর্যন্ত হাসপাতালটির কনসালটেশন সেন্টারের কার্যক্রম স্থগিত থাকবে। তবে হাসপাতালের আন্তঃবিভাগ ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম চালু থাকবে। বিষয়টি সিভিল সার্জন কুমিল্লা তত্ত্বাবধান করবেন। এ আদেশ অমান্য করলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ রয়েছে বিজ্ঞপ্তিতে।

আরও পড়ুন