Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


স্নাতক ডিগ্রির সমমান দাবি ডিপ্লোমা নার্স ও মিডওয়াইফদের

Main Image

নার্সদের ছবিটি অনলাইন থেকে সংগৃহীত


নার্সিং শিক্ষায় বিরাজমান চরম বৈষম্য ও অবমূল্যায়ন পরিহারপূর্বক অতি দ্রুত "ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি" এবং "ডিপ্লোমা ইন মিডওয়াইফারি" কোর্স দুটির সনদের মান স্নাতক (পাস) কোর্স সমমান করার দাবি জানিয়েছে সাধারণ ডিপ্লোমা ইন্টার্ন নার্স-ডিপ্লোমা মিডওয়াইফ এবং সর্বস্তরের নার্স-মিডওয়াইফ শিক্ষার্থীরা। শুক্রবার (১১ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই দাবি জানানো হয়। 

 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, স্নাতক (পাস) কোর্সের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারণকৃত শর্তের চেয়ে অধিক জিপিএ, অধিক মেয়াদকাল, অধিক ক্রেডিট, সম্পূর্ণ ইংরেজী মাধ্যমে পরিচালিত ও কেন্দ্রীয় পরীক্ষার মাধ্যমে ভর্তিকৃত উচ্চ মাধ্যমিক যোগ্যতাসহ তিন বছর ৬ মাস মেয়াদী "ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি" এবং "ডিপ্লোমা ইন মিডওয়াইফারি" কোর্স দুটির সনদের মান স্নাতক (পাস) কোর্স করার বিষয়ে কোর্সগুলোতে অধ্যয়নরত সর্বস্তরের সাধারণ শিক্ষার্থী এবং সর্বস্তরের নার্স ও মিডওয়াইফদের যৌক্তিক দাবীটি সদয় বিবেচনা করার আশ্বাস প্রদান করা হয়। 

 

সর্বস্তরের শিক্ষার্থীদের উত্থাপিত এবং সর্বস্তরের নার্স ও মিডওয়াইফ কর্তৃক সমর্থিত এ দাবীর স্বপক্ষে সকল তথ্য-উপাত্ত ও যৌক্তিকতা বিবেচনায় তা বাস্তবায়নের লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল, একাধিক নার্সিং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন এর প্রতিনিধি, নার্সিং সংগঠনের প্রতিনিধি এবং কোর্সগুলোতে অধ্যয়নরত সর্বস্তরের সাধারণ শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে একাধিক আনুষ্ঠানিক সফল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত সকল প্রতিনিধিগণই ডিপ্লোমা নার্সিং ও ডিপ্লোমা মিডওয়াইফারি শিক্ষায় বিদ্যমান এ ধরনের চরম বৈষম্যমূলক অবমূল্যায়ন পরিহার করে দ্রুত সময়ের মধ্যে এ যৌক্তিক দাবী মেনে নেয়ার পক্ষে মতামত দিলে সংশ্লিষ্ট বিভাগ ও কর্তৃপক্ষের সম্মানীত প্রতিনিধিগণ তা বাস্তবায়নের সর্বাত্মক আশ্বাস প্রদান করেন।

 

কিন্তু আমরা অত্যন্ত দুঃখ ও পরিতাপের সাথে লক্ষ্য করছি যে, বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা নার্সদের সমস্যা সমাধান ও নার্সিং পেশার উন্নয়নে আন্তরিক থাকলেও সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও বিভাগ এবং প্রতিষ্ঠানের প্রতিনিধিদের আশ্বাস প্রদানের পর বিগত ৬ মাস অতিবাহিত হলেও তা বাস্তবায়ন হয়নি। যার কারণে "ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি" এবং "ডিপ্লোমা ইন মিডওয়াইফারি" অধ্যয়নরত সর্বস্তরের সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের সাধারণ নার্স- মিডওয়াইফদের মধ্যে চরম হতাশা, দুঃখ ও ক্ষোভসৃষ্টি হচ্ছে। নার্সিং শিক্ষায় বিরাজমান চরম বৈষম্য ও অবমূল্যায়ন পরিহারপূর্বক অতি দ্রুত "ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি" এবং "ডিপ্লোমা ইন মিডওয়াইফারি" কোর্স দুটির সনদের মান স্নাতক (পাস) /Degree (pass) কোর্স সমমান করার আশ্বাসের সফল বাস্তবায়নের জোড় দাবী জানাচ্ছি।

 

অন্যথায় এ যৌক্তিক দাবী বাস্তবায়নের আশ্বাস প্রদানের পরও অহেতুক কাল বিলম্বের কারণে উদ্ভুত যেকোন পরিস্থিতির সকল দায়ভার সংশ্লিষ্ট প্রশাসন ও ব্যক্তিবর্গকেই বহন করতে হবে বলে সতর্কবার্তা দিয়েছে সাধারণ ডিপ্লোমা ইন্টার্ন নার্স-ডিপ্লোমা মিডওয়াইফ এবং সর্বস্তরের নার্স-মিডওয়াইফ শিক্ষার্থীরা। 

আরও পড়ুন