Advertisement
Doctor TV

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫


গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিএমইউয়ে বিক্ষোভ ও গায়েবানা জানাজা

Main Image


ফিলিস্তিনের গাজায় সাধারণ জনগণের উপর ইসরায়েলি বাহিনীর নিষ্ঠুরতম অমানবিক, ঘৃণ্য হামলা ও গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে মঙ্গলবার (৮ এপ্রিল) বাদ জোহর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে “মার্চ ফর গাজা” নামে একটি বিক্ষোভ মিছিল বের হয় ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

গায়েবানা জানাজার পূর্বে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, এখনো গাজাসহ ফিলিস্তিনের সাধারণ মানুষের উপর ইসরাইলের বর্বর হামলা অব্যাহত রয়েছে। নারী, শিশু, বৃদ্ধ কেউই তাদের হামলা থেকে রেহাই পাচ্ছে না। ইসরাইল ফিলিস্তিনে নির্বিচারে গণহত্যা করছে। আমাদেরকে এই হামলার নিন্দা ও প্রতিবাদ জানানোর সাথে সাথে শোককে শক্তিতে পরিণত করতে হবে। প্রতিবাদকে কর্মসূচীতে পরিণত করতে হবে। সর্বোপরি এই যুদ্ধে জয়ী হতে হবে। স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। 

 

এছাড়াও এখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার।

 

গায়েবানা নামাজে জানাজায় বিএমইউর মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ডা. মো. শামীম আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. শেখ ফরহাদ, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দিন, চীফ এস্টেট অফিসার ডা. এহতেশামুল হক তুহিন, অতিরিক্ত রেজিস্ট্রার-১ ডা. মোঃ দেলোয়ার হোসেন টিটো, অতিরিক্ত পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল) ডা. মোঃ শাহিদুল হাসান, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) নাছির উদ্দিন ভূ্ঞাঁ, অতিরিক্ত পরিচালক (অডিট) খন্দকার শফিকুল হাসান, এনডিএফ এর বিএমইউ শাখার সভাপতি সহকারী অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, বিএমইউ এর সহকারী প্রক্টর ডা. মো. শাহরিয়ার শামস লস্কর, ভাইস-চ্যান্সেলর মহোদয়ের একান্ত সচিব-১ ডা. মো. রুহুল কুদ্দুস বিপ্লব, ভাইস-চ্যান্সেলর মহোদয়ের একান্ত সচিব-২ মো. লুৎফর রহমান, সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) মহোদয়ের একান্ত সচিব মোহাম্মদ আনিছ উর রহমান, উপ-রেজিস্ট্রার ইয়াহিয়া খান প্রমুখসহ বিএমইউর সম্মানিত শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট, কর্মকর্তা, ব্রাদার, মেডিক্যাল টেকনোলজিস্টসহ কর্মচারী অংশ নেন। 

 

 

এছাড়াও “মার্চ ফর গাজা” কর্মসূচীতে বিএমইউর কর্মকর্তা ডা. মো, দেলোয়ার হোসেন টিটো, কামরুন নাহার, সাবিনা ইয়াসমীন প্রমুখসহ সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী অংশ নেন।

আরও পড়ুন