বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) মনোরোগবিদ্যা বিভাগের শিক্ষিকা অধ্যাপক ডা. সুলতানা আলগিনের বিরুদ্ধে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিতে চাওয়া শিক্ষার্থীদের জোরপূর্বক ক্লাসে অংশ নিতে বাধ্য করার অভিযোগ তদন্ত করা হচ্ছে। এ জন্য ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিএমইউ প্রশাসন। কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিএমইউর প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ।
মঙ্গলবার (৮ এপ্রিল) বিএমইউর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. শাহিনুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় ডক্টর টিভিকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএমইউর ভাইস-চ্যান্সেলর মহোদয়ের একান্ত সচিব-১ ডা. মো. রুহুল কুদ্দুস বিপ্লব।
আরও পড়ুন