বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর ভাইস-চ্যান্সেলর মহোদয়ের কার্যালয়ে এন্টি হাইপারটেনসিভ ড্রাগ প্রোমোশন বিষয়ক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ এপ্রিল) সকালে অনুষ্ঠিত সভায় বিএমইউর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম উপস্থিত থেকে মূল্যবান পরামর্শ দেন।
এ সময় বিএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, প্রিভেনটিভ এন্ড সোস্যাল মেডিসিন অনুষদের ডিন ও পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আতিকুল হক, বেসিক সাইন্স ও প্যারা ক্লিনিক্যাল সাইন্স অনুষদের ডীন অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. শেখ ফরহাদ হোসেন, নিউরো সার্জন ও সহযোগী অধ্যাপক ডা. রুহুল কুদ্দুস বিপ্লব, পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মারুফ হক খানসহ অনেকে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন