Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


৪৬ বিসিএসের লিখিত ও ৪৭ এর প্রিলি পরীক্ষার সূচি প্রকাশ

Main Image

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)


৪৬ ও ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) লিখিত ও প্রিলি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। সোমবার (২৪ মার্চ) পরীক্ষার নিয়ন্ত্রক মাসুমা আফরীনের স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এই সয়মসূচি প্রকাশ করা হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৬তম বিসিএসের লিখিত (আবশ্যিক বিষয়) পরীক্ষা আগামী ৮ মে থেকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি, হলভিত্তিক আসন ব্যবস্থা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে।

 

অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৭ জুন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল, আসন ব্যবস্থা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে।

 

প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি পরবর্তীতে যে কোনও সংশোধনের প্রয়োজন হলে, তা সংশোধন করার অধিকার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংরক্ষণ করে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। 

আরও পড়ুন