Advertisement
Doctor TV

রবিবার, ১৮ মে, ২০২৫


রিপোর্টারের নাম : মুহাম্মাদ নূরে আলম
রবিবার, ১৮ মে, ২০২৫

রমজানে ভাজাপোড়া খেয়েও সুস্থ থাকবেন যেভাবে

Main Image


রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতারে ভাজাপোড়া খাবার খাওয়ার প্রবণতা অনেক বেশি। তবে অতিরিক্ত তেলযুক্ত ও ভাজা খাবার বেশি খেলে স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। এমনকি ওজন বৃদ্ধি, অ্যাসিডিটি ও হজমজনিত জটিলতাও হতে পারে। তাই ভাজাপোড়া খেয়েও কীভাবে সুস্থ থাকা যায়, সে বিষয়ে কিছু পরামর্শ দিয়েছেন ডা. নুরুল আলম সিদ্দিকী (পাভেল)।

 

ভাজাপোড়া খাবার খাওয়ার সময় যা করবেন : 
১. পরিমাণে নিয়ন্ত্রণ রাখুন: একসঙ্গে বেশি ভাজাপোড়া খাবেন না। অল্প পরিমাণে খেলে সমস্যা কম হবে।  
২. তেল ব্যবহারে সতর্কতা: ডিপ ফ্রাইয়ের পরিবর্তে গ্রিল, বেক বা হালকা ভাজা খাবার খান। একই তেল বারবার ব্যবহার না করাই ভালো।  
৩. সবজি ও ফল রাখুন: ইফতারে ভাজাপোড়া খাবারের পাশাপাশি শসা, টমেটো, সালাদ ও তাজা ফল খান। এগুলো হজমে সাহায্য করবে।  
৪. প্রচুর পানি পান করুন: সারাদিন পানিশূন্যতার কারণে শরীর ক্লান্ত হয়ে পড়ে। তাই ইফতার ও সেহরির মধ্যে অন্তত ৮-১০ গ্লাস পানি পান করুন।  
৫. দই ও লেবুর শরবত খাওয়ার অভ্যাস করুন: এগুলো হজমে সহায়ক এবং অ্যাসিডিটি কমায়।  

 

যা এড়িয়ে চলবেন:  
- অতিরিক্ত তেল, মসলা ও লবণযুক্ত খাবার  
- কার্বোনেটেড ও চিনিযুক্ত পানীয়  
- ভাজা খাবার খাওয়ার পরপরই মিষ্টি খাওয়া  
- ইফতারের সঙ্গে অতিরিক্ত ভারী খাবার 

 

রমজানে সুস্থ থাকতে হলে খাদ্যাভ্যাসের দিকে নজর দেওয়া জরুরি। ভাজাপোড়া খাবার একেবারে বাদ না দিলেও পরিমিত খাওয়া উচিত। পাশাপাশি পর্যাপ্ত পানি পান, শাকসবজি ও স্বাস্থ্যকর খাবার গ্রহণ করলে শরীর ভালো থাকবে, রোজাও সহজ হবে।

আরও পড়ুন