Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

Main Image

শোকের প্রতীক


মোবাইল ফোনে কথা বলা অবস্থায় ছাদ থেকে পড়ে অপর্ণা চক্রবর্তী (২২) নামের এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৫ মার্চ) রাত ১১টার দিকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

অপর্ণা চক্রবর্তী শহরের জহুরুল নগর হাফিজার মোড় এলাকার ব্যাংক কর্মকর্তা হিমাংশু চক্রবর্তীর মেয়ে। তিনি বগুড়া নার্সিং কলেজের শিক্ষার্থী ছিল।

 

নিহতের স্বজনেরা বলেন, গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোবাইল ফোনে কথা বলতে বলতে অসাবধানতাবশত বাড়ির ছাদ থেকে পড়ে যান অপর্ণা। তাকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তিনি মারা যান।

আরও পড়ুন