ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাস
কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্টের অন্যতম প্রতিষ্ঠাতা ট্রাস্টি, রাজশাহী ক্যান্সার হাসপাতালের প্রতিষ্ঠাতা, কর্মবীর রোটারিয়ান ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাস আর নেই। বুধবার (৫ মার্চ) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে পরলোকগমন করেছেন।
তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ক্যান্সার প্রতিরোধ কর্মী ও সংগঠক অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।
উল্লেখ্য, ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাসের জন্ম বরিশালের উজিরপুর উপজেলায়। বরিশালের বিএম স্কুল থেকে এসএসসি এবং বিএম কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীতে ১৯৬৯ সালে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি হন তিনি।
১৯৭৩ সালে এমবিবিএস ডিগ্রি লাভের পর বগুড়ার খ্রিস্টান মিশন হাসপাতালে চিকিৎসক হিসেবে কয়েক বছর দায়িত্ব পালন করেন। এরপর উচ্চতর পড়াশোনার জন্য চলে যান জাপানে। ১৯৮১ সালে জাপান থেকে গ্যাস্ট্রোএন্টারোলজির ডিগ্রি লাভ করেন। এরপর দেশে ফিরে রাজশাহীর খ্রিস্টান মিশন হাসপাতালে সুপারিনটেনডেন্ট হিসেবে যোগদান দেন।
১৯৯০ সালে সুপারিনটেনডেন্টের দায়িত্ব ছেড়ে ক্যান্সার রোগীদের নিয়ে কাজ করতে উদ্যোগ নেন। রাজশাহীতেই গড়ে তোলেন ক্যান্সার হাসপাতাল।
আরও পড়ুন