মৃত্যুর সংবাদ
অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করলেন ৩৯ বিসিএস এর স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাওন মল্লিক। রোববার (২ মার্চ) তিনি আত্মহত্যা করেছেন বলে নিশ্চিত করেছেন। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে (৭ম ব্যাচ) এমবিবিএস পাশ করেন তিনি। সোমবার (৩ মার্চ) বিকেলে ডক্টর টিভিকে এসব তথ্য নিশ্চিত করেছেন সোহরাওয়ার্দী মেডিকেলের সাবেক শিক্ষার্থী ((১০ম ব্যাচ) ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশুরোগ বিভাগের চিকিৎসক ডা. মাহফুজ বাঁধন।
এ বিষয়ে নিজ ফেসবুক টাইম লাইনে ডা. মাহফুজ বাঁধন লিখেছেন, ‘‘ক্যাডেট কলেজ থেকে পড়াশোনা করেছেন, সোহরাওয়ার্দী মেডিকেলে চান্স পেয়েছেন, পাশ করে ডাক্তার হয়েছেন। BCS ক্যাডারও হয়েছেন। কত্ত সফল একজন মানুষ! সব সফলতার ফানুস উড়িয়ে, সুই*সাই*ড করে আজ পরপারে চলে গেলেন সোহরাওয়ার্দী মেডিকেলের ৭ম ব্যাচের শাওন মল্লিক ভাই।’
অপূর্ব সীমান্ত নামের আরও একজন লিখেছেন, ‘‘ একটু আগে একটা মর্মান্তিক ঘটনা শুনলাম। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের একজন সুই-সাইড করেছে। খোঁজ নিয়ে দেখলাম আমাদের সিনিয়র। ৭ম ব্যাচের শাওন মল্লিক ভাই।
সুই-সাইডের কারণ একাডেমিক প্রেশার কিনা তা আমার জানা নেই। লোকটা ব্যক্তিগত জীবনে একাডেমিক ভাবে বেশ ভালো সফলও ছিলেন। সোহরাওয়ার্দী মেডিকেল থেকে এমবিবিএস পাশ করে পরবর্তী বিসিএসও করেন।’’
আরও পড়ুন