Advertisement
Doctor TV

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫


দূষিত শহরের তালিকায় শীর্ষে আজ ঢাকা

Main Image

ঢাকার বায়ুদূষণ


শুক্রবার (২১ ফেব্রয়ারি) ছুটির দিনের সকালেও বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকার শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা। সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ারের তথ্যানুসারে, সকাল ১০টায় ২৬২ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মানের এ পরিস্থিতি দেখা গেছে।

 

তালিকায় ঢাকার পরে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি। এরপর তৃতীয় অবস্থানে আছে ভারতের নয়াদিল্লি। এ দুই শহরের স্কোর ১৯৭ ও ১৯৩।

 

ঢাকার বাতাস এখন যে অবস্থায় আছে, সে পরিস্থিতিকে খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।

 

সাধারণত স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। এর ওপর স্কোর উঠলে পর্যায়ক্রমে অস্বাস্থ্যকর, দুর্যোগপূর্ণ বলা হয়। ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে খুব অস্বাস্থ্যকর বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১ এর বেশি হলে বিপজ্জনক হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

 

বাংলাদেশে একিউআই সূচক পাঁচটি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো-বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন। বায়ুদূষণজনিত সমস্যায় দীর্ঘদিন ধরে জর্জরিত ঢাকা। সাধারণত শীতকালে বেশি অস্বাস্থ্যকর হয়ে ওঠে ঢাকার বাতাস, কিছুটা উন্নত হয় বর্ষাকালে।

 

বেশ কিছুদিন ধরেই ঢাকার বাতাসের মান খুবই খারাপ পর্যায়ে রয়েছে। কোনো কোনো দিন তালিকায় শীর্ষ আসছে এ শহর। তবে হঠাৎ পরিস্থিতির উন্নতিও দেখা যায়।

 

বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে আসছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে তথ্য দেয় ও সতর্ক করে। 

আরও পড়ুন