বিএসএমএমইউর ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আতিয়ার রহমান
বিএসএমএমইউর ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আতিয়ার রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. শাহিনুল আলম। হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে ডা. আতিয়ার রহমানের বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি স্ত্রী, দুই সন্তান, আত্মীয়স্বজনসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেছেন বিশ্বদ্যিালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. শাহিনুল আলম।
এদিকে, মরহুমের নামাজে জানাযা মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বিএসএমএমইউর কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
এতে ভিসি অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. শামীম আহমেদ, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, প্রক্টর ডা. শেখ ফরহাদ প্রমুখসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট, কর্মকর্তা, কর্মচারী অংশ নেন। মরহুমের জানাযা শেষে বাদ আছর তাকে আজীমপুর কবরস্থানে দাফন করা হবে।
আরও পড়ুন