ট্রান্সফিউশন মেডিসিন বিশেষজ্ঞ ডা. আতিয়ার রহমান
সন্ধানী কেন্দ্রীয় রক্ত পরিসঞ্চালন কেন্দ্রের প্রথম বিশেষজ্ঞ ও বিএসএমএইউ এর ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আতিয়ার রহমান আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন সন্ধানী কেন্দ্রীয় পরিষদের সাবেক সভাপতি ডা. শাহপরান ইসলাম প্রবাল।
স্বজনেরা জানান, ডা. আতিয়ার রহমানের ম্যাসিভ হার্ট এটাক হয়। এরপর স্কয়ার হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা তাঁকে মৃত ঘোষণা করেন।
সন্ধানীর সেন্ট্রাল ব্লাড ব্যাংক প্রতিষ্ঠায় এবং তা পরবর্তীতে রক্ষনাবেক্ষনে ডা. আতিয়ার রহমানের অবদান অনস্বীকার্য। তিনি ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের ২৫তম ব্যচের কৃতিশিক্ষার্থী।
আরও পড়ুন