Advertisement
Doctor TV

শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫


স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সাথে চিকিৎসকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Main Image

স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সাথে ইন্টার্ন ও তরুণ চিকিৎসকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত


স্বাস্থ্যসেবাকে জনমুখী, সহজলভ্য ও সর্বজনীন করতে প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে গঠিত স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সাথে ইন্টার্ন ও তরুণ চিকিৎসকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভার আয়োজন করেন স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রধান জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান।

 

বৈঠকে ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশনস অব বাংলাদেশ (ইউমব) বিভিন্ন সংগঠন এবং চিকিৎসকদের মতামতগুলোকে একসাথে করে "স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে তারুণ্যের ভাবনা" শীর্ষক একটি প্রস্তাবনা তুলে ধরে। এর মাধ্যমে চিকিৎসক এবং শিক্ষার্থীদের সকল ব্যক্ত ও অব্যক্ত কথাগুলো পৌঁছে দেওয়া হয়েছে। কমিশনের কর্মকর্তারা অত্যন্ত মনোযোগ দিয়ে কথাগুলো শুনেছেন। তাঁরা ইউমবের বক্তব্যের সাথে একমত প্রকাশ করেছেন এবং স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তনের জন্য সর্বোচ্চ প্রচেষ্টার প্রতিশ্রুতি দিয়েছেন।

আরও পড়ুন