বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ডিবেট ফোরামের (এসবিএমসিডিএফ) উদ্যোগে শুরু হতে যাচ্ছে প্রথম জাতীয় বিতর্ক প্রতিযোগিতা
মেডিকেল শিক্ষার্থীদের যুক্তির আলোকে আরও উদ্ভাসিত করতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ডিবেট ফোরামের (এসবিএমসিডিএফ) উদ্যোগে শুরু হতে যাচ্ছে প্রথম জাতীয় বিতর্ক প্রতিযোগিতা। ঘোষণা অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ডিসকর্ড’ প্লাটফর্মে এই প্রতিযোগিতার গ্রুপ পর্ব অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন মেডিকেল কলেজের বিতর্ক দল অংশ নিবে।
এসবিএমসিডিএফ জানিয়েছে, বিতর্কের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘হোয়ার মাইন্ডস কলাইড, আইডিয়াজ রিসোনেট অ্যান্ড এক্সিলেন্স প্রিভেইলস’। প্রতিযোগিতার গ্রুপ পর্ব থেকে শীর্ষ আটটি দল কোয়ার্টার ফাইনালে অংশ নেওয়ার সুযোগ পাবে। ১৪ ফেব্রুয়ারি কোয়ার্টার ফাইনাল পর্ব শের-ই-বাংলা মেডিকেল কলেজ ক্যাম্পাসে সরাসরি অনুষ্ঠিত হবে। বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে থাকবেন দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের বিতার্কিকরা।
আরও পড়ুন