Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


ডেঙ্গুতে নতুন আক্রান্ত ৬৬ জন

Main Image

ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা (ফাইল ছবি)


সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন আরও ৬৬ জন। রোববার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে ১৭ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) চারজন, ঢাকা উত্তর সিটিতে ১১ জন এবং দক্ষিণ সিটিতে ১৫ জন, খুলনা বিভাগে পাঁচজন এবং ময়মনসিংহ ও রংপুর বিভাগে দুইজন করে রোগী রয়েছেন।

 

২০২৫ সালে এ পর্যন্ত একজন রোগী মারা গেছেন। এর আগে ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন ও ডেঙ্গুতে মারা গেছেন ৫৭৫ জন।

আরও পড়ুন