Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


৪৩তম বিসিএসের নতুন প্রজ্ঞাপন জারি, বাদ পড়লেন ১৬৮ জন

Main Image

জনপ্রশাসন মন্ত্রণালয়


৪৩তম বিসিএস থেকে নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) জারিকৃত প্রজ্ঞাপনে ১ হাজার ৮৯৬ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দেওয়া হয়েছে। 

 

এর আগে গত ১৫ অক্টোবর ৪৩তম বিসিএসের নিয়োগ প্রজ্ঞাপন প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনে দুই হাজার ৬৪ জনকে নিয়োগ দেওয়া হয়েছিল। সেখান থেকে নতুন প্রজ্ঞাপনে বাদ পড়লেন ১৬৮ জন।

 

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশপ্রাপ্ত এক হাজার ৮৯৬ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দেওয়া হলো।

 

সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুসারে ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা বেতনক্রমে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। এই প্রার্থীদের আগামী ১৫ জানুয়ারির মধ্যে যোগ দিতে হবে।

 

প্রসঙ্গত, ২০২৩ সালের ২৬ ডিসেম্বর ক্যাডার ও নন-ক্যাডার মিলে ৪৩তম বিসিএসের ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন। এতে ক্যাডার এবং নন ক্যাডারে দুই হাজার ৮০৫ জনকে নিয়োগের সুপারিশ করে পিএসসি। ক্যাডার পদে দুই হাজার ১৬৩ জন ও নন ক্যাডারে ৬৪২ জনকে নিয়োগের সুপারিশ করা হয়।

আরও পড়ুন