Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


জহুরুল ইসলাম নার্সিং কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

Main Image

জহুরুল ইসলাম নার্সিং কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা


কিশোরগঞ্জের বাজিতপুরে অবস্থিত জহুরুল ইসলাম নার্সিং কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) শিক্ষার্থীদের পাল্টাপাল্টি আন্দোলনের মুখে নার্সিং ইনস্টিটিউটের মহাপরিচালক আজহারুল ইসলামের নির্দেশে এই ঘোষণা দেয়া হয়। 


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জহুরুল ইসলাম নার্সিং কলেজের অধ্যক্ষ আলপনা বেগম নানা রকম দুর্নীতিতে জড়িত থাকার কারণে শিক্ষার্থীরা আন্দোলন গড়ে তুলেন। এরই পরিপ্রেক্ষিতে অধ্যক্ষ আলপনা বেগম গত ১৮ আগস্ট নার্সিং ইনস্টিটিউটের মহাপরিচালককে চিঠি দিয়ে পদত্যাগ করেন। কিন্তু গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ডিপ্লোমা নার্সিংয়ের শিক্ষার্থীরা আলপনা বেগমকে ফিরিয়ে আনার জন্য আন্দোলন শুরু করেন।  

পরবর্তীতে শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় পদত্যাগ করা অধ্যক্ষ আলপনাকে ফিরিয়ে আনার দাবিতে পক্ষে-বিপক্ষের দুপক্ষের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়।  

 

পরিস্থিতি সামাল দিতে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাহার উদ্দিন ভূঁইয়া সেখানে গেলে তাকে প্রায় আড়াই ঘণ্টা একটি কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়। এরকম পরিস্থিতিতে নার্সিং কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
 

জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাহার উদ্দিন ভূঁইয়া জানান, আন্দোলনকারী উভয়পক্ষের শিক্ষার্থীদের তিনজন করে প্রতিনিধি নিয়ে ৯ জানুয়ারি গভর্নিং বডির সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।  

আরও পড়ুন