Advertisement
Doctor TV

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫


বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করতে চায় পাকিস্তান

Main Image

রোববার (১৫ ডিসেম্বর) স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ


বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করতে আগ্রহী পাকিস্তান। রোববার (১৫ ডিসেম্বর) স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে সাক্ষাৎ করতে এসে এ কথা বলেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। মতবিনিময়কালে তারা দুই দেশের সম্পর্ক, স্বাস্থ্যসেবা, বাণিজ্যসহ সার্বিক বিষয়ে কথা বলেন।

 

হাইকমিশনার মারুফ বলেন, ‘বাংলাদেশ ওষুধ শিল্পে বেশ ভালো অবস্থানে আছে। পাকিস্তান বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে আগ্রহী।’

 

মতবিনিময়কালে পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ মারুফ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মামুনুর রশীদ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন