Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


চিকিৎসকদের বিদেশ ভ্রমণ সংক্রান্ত নীতিমালা বাতিল

Main Image

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়


বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না চিকিৎসকরা– এমন বিধান করে জারিকৃত নীতিমালা বাতিল করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সোমবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ আবদুল হাইয়ের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

 

ইতোপূর্বে রোববার (২৪ নভেম্বর) স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা নীতিমালায় বলা হয়েছিল, স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে থাকা দফতর কিংবা সংস্থায় কর্মরত চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশে সেমিনার/সভা/ সিম্পোজিয়াম/প্রশিক্ষণ/কর্মশালায় অংশ নিতে পারবেন না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ আবদুল হাইয়ের সই করা এক অফিস আদেশে এই নীতিমালা প্রকাশ করা হয়েছিল। আগামী ১ জানুয়ারি থেকে এই নীতিমালা কার্যকর হওয়ার কথা ছিল। তবে তার আগেই নীতিমালাটি বাতিল করা হলো।

 

আগে জারি করা আদেশে বলা হয়েছিল, কোনও প্রার্থী বছরে (সর্বশেষ ১২ মাস) সর্বোচ্চ দুইবার বৈদেশিক সেমিনার/ সভা/সিম্পোজিয়াম/প্রশিক্ষণ/কর্মশালা ইত্যাদিতে যেতে পারবেন। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত স্বাস্থ্যসেবা বিভাগের অধীন দফতর/সংস্থায় কর্মরত চিকিৎসকদের বৈদেশিক অংশগ্রহণের ক্ষেত্রে এই নীতিমালা অনুসরণ করার নির্দেশনা দেওয়া হলো। 

 

উপরোক্ত অফিস আদেশটি জারির পরপরই চিকিৎসকদের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম নেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এর সমালোচনা করেন তারা। তারপরই সিদ্ধান্ত বাতিলের আদেশ আসে।

 

চিকিৎসকদের বিদেশ ভ্রমণ সংক্রান্ত নীতিমালা বাতিল সংক্রান্ত আদেশটি দেখতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন