Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


স্বাস্থ্য শিক্ষার নতুন ডিজি অধ্যাপক ডা. নাজমুল হোসেন

Main Image

অধ্যাপক ডা. নাজমুল হোসেন


স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেলেন কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডা. নাজমুল হোসেন। এর আগে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের কার্ডিয়াক সার্জারি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। 

 

বুধবার (২৮ আগস্ট) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব দূররেনেওয়াজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নতুন নিয়োগ আদেশ দেয়া হয়েছে।  

 

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদায়নকৃত কর্মকর্তার স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পার-১ শাখার মেইল per1@mefwd.gov.bd এ প্রদান করবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। 

আরও পড়ুন