স্বাস্থ্য অধিদপ্তর
সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় হটলাইন নম্বর চালু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার (২০ আগস্ট) হটলাইন নম্বর চালু করা হয়। নাম্বারগুলোতে চিকিৎসার পাশাপাশি আহত ও নিহতদের তথ্য পাঠানো যাবে।
অধিদপ্তরের পরিচালক (এইচআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
হটলাইন নম্বরগুলোর মধ্যে একটি স্বাস্থ্য বাতায়ন নম্বর। যা ২৪/৭ কল সেন্টার হিসেবে ব্যবহৃত হয়। নম্বরটি হলো- ১৬২৬৩। অপর দুটি স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নম্বর। সেগুলো হলো ০১৭৫৯১১৪৪৮৮ এবং ০১৭৬৯৯৫৪১৯২।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সুচিকিৎসার প্রয়োজনে এবং আহত/নিহতদের তথ্য প্রেরণের নিমিত্তে নিম্নের হটলাইন নম্বরগুলো সচল রয়েছে। প্রয়োজনে এই সকল নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হল।
আরও পড়ুন