Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


ডেন্টাল সোসাইটির মহাসচিব পদ ছাড়লেন অধ্যাপক ডা. হুমায়ুন কবীর

Main Image

অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুল


বাংলাদেশ ডেন্টাল সোসাইটি কেন্দ্রীয় কমিটির মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন ঢাকা ডেন্টাল কলেজের অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুল। শনিবার বিকেল ৩টায় নিজ ফেসবুক টাইম লাইনে এ তথ্য জানিয়েছেন তিনি। সেখানে তিনি লিখেছেন, বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিবের পদ থেকে ব্যক্তিগত কারনে পদত্যাগ করলাম।’ এ ব্যাপারে বিস্তারিত জানতে মোবাইলে যোগাযোগ করা হলেও কল রিসিভ করেননি অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুল। এক নজরে অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুলঃ তিনি বাংলাদেশের একজন প্রতিথযশা দন্ত বিশেষজ্ঞ। তিনি ১৯৬৭ সালের ২১ মে ফেনী জেলার পশ্চিম ছাগলনাইয়া গ্রামের আফজল মুন্সী বাড়ির সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই ছোট গল্প লেখালেখিতে পারঙ্গম এ দন্ত বিশেষজ্ঞের দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জার্নালে দাঁত ও মুখের চিকিৎসাবিষয়ক বহু গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন