Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


সরকারি মেডিকেলে প্রথম মাইগ্রেশনের তালিকা প্রকাশ

Main Image

সরকারি মেডিকেলে প্রথম মাইগ্রেশনের তালিকা প্রকাশ


দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সে ভর্তিতে প্রথম দফা মাইগ্রেশনের তালিকা প্রকাশ করা হয়েছে। শুক্রবার (১ মার্চ) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে দেয়া বিজ্ঞপ্তির মাধ্যমে এই তালিকা প্রকাশ করা হয়।

অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাইগ্রেশনের তালিকায় থাকা শিক্ষার্থীদেরকে ২ মার্চ থেকে ৯ মার্চের মধ্যে মাইগ্রেশন হওয়া কলেজে ভর্তি সম্পন্ন করতে হবে। অন্যথায় উভয় কলেজ হতে তার ছাত্রত্ব বাতিল করা হবে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩-২০২৪ খ্রি: শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে সরকারি মেডিকেল কলেজসমূহে ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলের ভিত্তিতে প্রচলিত বিধি মোতাবেক মেডিকেল কলেজে ভর্তিকৃত শিক্ষার্থীদের কলেজ পরিবর্তনের পূরণকৃত অনলাইন মাইগ্রেশন ফরম এর প্রাপ্ত তথ্যানুসারে স্বয়ংক্রিয়ভাবে নিয়মানুযায়ী ১ম দফায় মাইগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি না হওয়ায় অপেক্ষামাণ তালিকা হতে ৬৩ (তেষট্টি) জনকে সরকারি মেডিকেল কলেজসমূহে শূন্য আসনে ভর্তির জন্য মনোনীত করা হলো। এক্ষেত্রে মেধা, পছন্দক্রম ও আসন শূন্যতার ভিত্তিতে বিভিন্ন কলেজ নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া পার্বত্য অঞ্চল ব্যতীত দেশের সমতল অঞ্চলের উপজাতীয় কোটায় (কোড নং ৭৭) প্রাথমিকভাবে মনোনীত শিক্ষার্থীদের কোটার স্বপক্ষে প্রমাণকসমূহ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক যাচাইয়ান্তে অতি শীঘ্রই ফলাফল প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মাইগ্রেশনে সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তিকৃত কলেজের অধ্যক্ষের দপ্তরে যোগাযোগপূর্বক আগামী ০২-০৩-২০২৪ খ্রিঃ হতে ০৯-০৩- ২০২৪ খ্রি: মধ্যে অবশ্যই মাইগ্রেশন প্রক্রিয়া অর্থাৎ বর্তমান ভর্তিকৃত কলেজ হতে বদলী/মাইগ্রেশনকৃত কলেজে ভর্তির সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। উল্লিখিত সময়ের মধ্যে মাইগ্রেশনপ্রাপ্ত শিক্ষার্থীদের কেউ ভর্তি হতে ব্যর্থ হলে উভয় কলেজ হতে তার ছাত্রত্ব বাতিল হয়ে যাবে।

অপেক্ষমাণ তালিকা হতে যে সকল শিক্ষার্থী ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন, তাদেরকে নির্বাচিত মেডিকেল কলেজের অধ্যক্ষের দপ্তরে আগামী ০২-০৩-২০২৪ খ্রি: হতে ০৯-০৩-২০২৪ খ্রি: সময়ের মধ্যে যোগাযোগ করে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশ প্রদান করা হলো। ভর্তির ক্ষেত্রে অত্র অধিদপ্তরের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে। 

এতে আরও বলা হয়েছে, অপেক্ষমাণ তালিকা ও অভিপ্রায়ণ (মাইগ্রেশন) এর ফল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইট www.dgme.gov.bd ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েব সাইট www.dghs.gov.bd হতে জানা যাবে। এ ছাড়া, সংশ্লিষ্ট শিক্ষার্থীদেরকে শুধুমাত্র টেলিটকের 01550 155555 নম্বর হতে SMS এর মাধ্যমে এ সংক্রান্ত তথ্য জানানো হবে।

অপেক্ষমাণ এবং মাইগ্রেশনে সুযোগ প্রাপ্ত ছাত্র/ছাত্রীদের ভর্তির তারিখ ০২-০৩-২০২৪ খ্রি: হতে ০৯-০৩-২০২৪ খ্রি: পর্যন্ত ভর্তির পূর্ণ তালিকা ও শূন্য আসনের তথ্য আগামী ১০-০৩-২০২৪ তারিখের মধ্যে পরিচালক (স্বাস্থ্য অধিদপ্তর পুরাতন ভবন), চিকিৎসা শিক্ষা শাখায় বিশেষ বাহক মারফত প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। ২য় মাইগ্রেশনের জন্য আগ্রহী শিক্ষার্থীদের অনলাইন আবেদনের শেষ তারিখ : ০৯/০৩/২০২৪ খ্রি. রাত ১১.৫৯ মিনিট।

সংশ্লিষ্ট অধ্যক্ষ কর্তৃক ২য় মাইগ্রেশনের তথ্য পোর্টালে আপলোড এর শেষ তারিখ: ১০/০৩/২০২৪ খ্রি. দুপুর ২.৩০ মিনিট। মাইগ্রেশনে সুযোগ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের কাগজ-পত্র সংশ্লিষ্ট মেডিকেল কলেজে আগামী ০৪/০৩/২০২৪ খ্রি. তারিখের মধ্যে প্রেরণ করার জন্য অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। 

প্রথম মাইগ্রেশনের তালিকা দেখতে এখানে ক্লিক করুন 

আরও পড়ুন