বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) এর প্রধান ফটক
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) অধীনে জানুয়ারি-২০২৪ এর এফসিপিএস পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। ঘোষিত রুটিন অনুযায়ী, এফসিপিএস পার্ট-১ পরীক্ষা শুরু হবে আগামী ৩ জানুয়ারি। চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। আর এফসিপিএস ফাইনাল, প্রিলিমিনারি এফসিপিএস এবং এমসিপিএস পরীক্ষা চলবে আগামী ১-২ জানুয়ারি।
বিসিপিএস এর নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত অনারারি সচিব অধ্যাপক ডা. বিল্লাল আলম স্বাক্ষরিত রুটিন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রকাশিত রুটিন অনুযায়ী, রাজধানীর মহাখালীতে বিসিপিএস কেন্দ্রে এফসিপিএস ফাইনাল, প্রিলিমিনারি এফসিপিএস এবং এমসিপিএস প্রথমপত্র পরীক্ষা ১ জানুয়ারি (সোমবার) এবং দ্বিতীয়পত্র পরীক্ষা ২ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
আর এফসিপিএস মিড টার্ম প্রথমপত্র ১১ জানুয়ারি (সোমবার) সকাল ৯টা থেকে দুপুর ১০টা ৪০ মিনিট এবং দ্বিতীয়পত্র ২ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন