Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


বিএসএমএমইউর রেসিডেন্সি কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

Main Image

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বিভিন্ন অনুষদের অধীনে মার্চ- ২০২৪ শিক্ষাবর্ষে রেসিডেন্সি প্রোগ্রাম ফেইজ ‘এ ’ ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বিভিন্ন অনুষদের অধীনে মার্চ- ২০২৪ শিক্ষাবর্ষে রেসিডেন্সি প্রোগ্রাম ফেইজ ‘এ ’ ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। এবছর চিকিৎসা শাস্ত্রে উচ্চতর ডিগ্রী অর্জনের অভিপ্রায়ে অংশ নেয়া চিকিৎসক পরীক্ষার্থীর সংখ্যা ছিল সাড়ে ৭ হাজার।

শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত (২৪ নভেম্বর ২০২৩) রাজধানী ঢাকার বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসের ১৫১টি হলে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের রেসিডেন্সি এমডি ও এমএস ভর্তি পরীক্ষায় ১৫ শত ৮৪টি আসনের বিপরীতে মোট চিকিৎসক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ হাজার ৫ শত ৭৯ জন। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সম্পূর্ণ মেধার ভিত্তিতে আজ শুক্রবারই রাতে পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

পরীক্ষা কেন্দ্রসমূহ পরির্দশন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষা সুন্দর, সুশৃঙ্খল ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় উপস্থিত ছিল সন্তোষজনক।

পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আব্দুল হাকিম জানান, এ বছর মেডিসিন অনুষদে ৫২০টি আসনের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা হলো ২ হাজার ৬ শত ১৮ জন, সার্জারি অনুষদে ৬৩৯ আসনের বিপরীতে ৩ হাজার ৫ শত ৩৪ জন, বেসিক সাইন্স ও প্যারা ক্লিনিক অনুষদে ১৯৬ আসনের বিপরীতে ৩ শত ৭৭ জন, ডেন্টাল অনুষদে ৮২ আসনের বিপরীতে ৩ শত ৯১ জন এবং শিশু অনুষদে ১৪৭ আসনের বিপরীতে ৬ শত ৯ জন পরীক্ষার্থী।

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, মেডিক্যাল টেকোলোজি অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবতোষ পাল, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মানিক কুমার তালুকদার, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. আব্দুল হাকিম, পরিচালক (হাসপাতাল) ব্রি. জে. ডা. রেজাউর রহমানসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ভর্তি পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন