Ad
Advertisement
Doctor TV

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫


ঢাবির অধিভুক্ত এমবিবিএস ফার্স্ট প্রফের রুটিন প্রকাশ

Main Image

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর ফার্স্ট প্রফের রুটিন প্রকাশ


ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর জুলাই ও নভেম্বর (নতুন ও পুরাতন) ২০২৩ এর প্রথম প্রফেশনাল পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিবিএস ফার্স্ট প্রফেশনাল পরীক্ষা জুলাই ও নভেম্বর (নতুন ও পুরাতন) ২০২৩ এর ওরাল ও প্র্যাক্টিক্যাল অংশের সময়সূচি দেওয়া হলো।

প্রত্যেক মেডিকেল কলেজের নিজ নিজ কেন্দ্রে একযোগে সকাল ৯টায় পরীক্ষা শুরু হবে। পরীক্ষা আগামী ২১ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন, সকল মেডিকেল কলেজের অধ্যক্ষ, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠিয়েছে ঢাবি কর্তৃপক্ষ। 

আরও পড়ুন