Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


এমআরসিপি পরীক্ষার কেন্দ্র স্থাপনের অনুমতি পেল এভারকেয়ার

Main Image

এভারকেয়ার হাসপাতাল, ঢাকা


বাংলাদেশে এমআরসিপি (ইউকে) পার্ট-টু পেসেস পরীক্ষা গ্রহণের লক্ষ্যে ঢাকার এভারকেয়ার হাসপাতালকে সরকারের প্রচলিত বিধি মোতাবেক কেন্দ্র স্থাপনের অনুমতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বুধবার (১ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেয়া এক নোটিশে এ আদেশ দেয়া হয়েছে। এজন্য সরকারের কোন আর্থিক সংশ্লেষ থাকবে না বলে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।


নোটিশের ভাষ্য অনুযায়ী, এমআরসিপি (ইউকে) পার্ট-টু পেসেস পরীক্ষা গ্রহণের লক্ষ্যে বাংলাদেশে পরীক্ষা কেন্দ্র স্থাপনের বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে গত ১৭ অক্টোবর একটি সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশে এমআরসিপি (ইউকে) পার্ট-টু পেসেস পরীক্ষা গ্রহণের লক্ষ্যে দুটি শর্তে ঢাকার এভারকেয়ার হাসপাতালকে সরকারের প্রচলিত বিধি মোতাবেক কেন্দ্র স্থাপনের অনুমতি দেয়া হয়েছে। 


উপসচিব উম্মে কুলসুম স্বাক্ষরিত নোটিশে উল্লিখিত শর্ত দুটি :


১. ঢাকার এভারকেয়ার হাসপাতালে এমআরসিপি (ইউকে) পার্ট-টু পেসেস পরীক্ষা কেন্দ্র স্থাপনের সাথে সরকারের কোন সংশ্লেষ থাকবে না। 


২. সরকারের প্রচলতি বিধি-বিধান অনুসরণ করে ঢাকার এভারকেয়ার হাসপাতাল পরীক্ষাকেন্দ্র স্থাপনের কার্যক্রম গ্রহণ করবে। 

প্রসঙ্গত:  প্রতি বছর বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক চিকিৎসক যুক্তরাজ্যের এই পরীক্ষায় অংশ নেয়ার জন্য আবেদন করেন। বাংলাদেশের নিকটবর্তী দেশ হিসেবে ভারত ও সিঙ্গাপুরে এই পরীক্ষাটিতে অংশ নেওয়া যায়। এছাড়া কুয়েত, ওমান, কাতার, মিশর, মালয়েশিয়ায় এমআরসিপি পেসেস পরীক্ষা কেন্দ্র রয়েছে, যেগুলোতে অংশ নেওয়া যায়। কিন্তু এসব দেশে পরীক্ষা যেমন ব্যয়বহুল তেমনি অংশ নেওয়া কঠিন। এজন্য দেশে এই পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করায় দেশের চিকিৎসকদের অনেক সুবিধা হবে। বাংলাদেশে এই পরীক্ষা আয়োজন করায় দেশের প্রার্থীদের পাশাপাশি বিদেশি শিক্ষার্থীদের মাধ্যমে বাংলাদেশ আর্থিকভাবে লাভবান হতে পারবে বলে আশা করছেন সংশ্লিষ্ট মহল।

আরও পড়ুন