Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


ল্যাগোপথ্যালমাস বা চোখের পাতা খুলে ঘুমানো

Main Image

ল্যাগোপথ্যালমাস বা চোখের পাতা খুলে ঘুমানো (ইনসেটে ডা. সাঈদ এনাম)


অনেকে আছেন ঘুমের সময় যাদের চোখের পাতা খোলা থাকে। এ নিয়ে অনেকে ভয়ে থাকেন। এটা কি স্বাভাবিক নাকি ব্রেইনের কোন সমস্যা বা চোখের কোন সমস্যা?

চোখের পাতা খুলে ঘুমানোকে মেডিকেলের ভাষায় বলা হয় 'নকচারনাল ল্যাগোপথ্যালমাস'।

Nocturnal Lagopthalmus। ল্যাগোপথ্যালমাস (Lagopthalmus) শব্দটির ল্যাগ অংশ গ্রীক 'Lagoos' শব্দ থেকে নেয়া। Lagoos (ল্যাগো) হচ্ছে একপ্রকার খরগোশ জাতীয় প্রানী। কথিত আছে ঘুমের সময় এদের চোখের পাতা খোলা থাকে। এ থেকেই এমন অদ্ভুত নামের উৎপত্তি।
শিশুদের ক্ষেত্রে এটি প্রায়শই দেখা যায় যা অনেকটা স্বাভাবিক বলে মনে করা হয়।

তবে বড়দের হঠাৎ ব্রেইনের স্ট্রোক, প্রদাহ বা স্নায়ুবিক দূর্বলতা বা ফ্যাসিয়াল নার্ভ প্যারালাইসিস এর ফলে ল্যাগোপথ্যালমাস বা চোখের পাতা খুলে ঘুমানো সমস্যাটি হতে পারে। অনেক সময় এটা জেনেটিক্যাল কারণেও হয়ে থাকে।

ল্যাগোপথ্যালমাস এর ফলে ধীরে ধীরে চোখের স্থায়ী ক্ষতি হতে পারে। তাই একে অবহেলা না করে এর চিকিৎসা নেয়া প্রয়োজন। ল্যাগোপথ্যালমাস এর কারণ অনুযায়ী এর চিকিৎসার ব্যবস্থা করতে হবে। 

লেখকঃ

ডা. সাঈদ এনাম

এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমডি (সাইকিয়াট্রি)

সহকারী অধ্যাপক, মনোরোগ বিভাগ,

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। 

আরও পড়ুন