Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


প্রিন্সিপাল অ্যাওয়ার্ড পেলেন ঢাকা ডেন্টালের ১১১ মেধাবী শিক্ষার্থী

Main Image

ঢাকা ডেন্টালের কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ১১১ জন মেধাবী শিক্ষার্থীকে প্রিন্সিপাল অ্যাওয়ার্ড-২০২৩ প্রদান


ঢাকা ডেন্টালের কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ১১১ জন মেধাবী শিক্ষার্থীকে প্রিন্সিপাল অ্যাওয়ার্ড-২০২৩ প্রদান করা হয়েছে। 

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ঢাকা ডেন্টাল কলেজ মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীনে বিভিন্ন পেশাগত পরীক্ষায় প্লেসধারী এবং অনার্স মার্ক পাওয়া শিক্ষার্থীদের মাঝে অ্যাওয়ার্ড প্রদান করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুল।

ডেন্টাল মেডিকেল কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী, ২০১৪-১৫ সেশন থেকে ২০২১-২২ সেশন অর্থাৎ ডি-৫৩, ৫৪, ৫৫, ৫৬, ৫৭, ৫৮তম ব্যাচের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে। 

এদিকে, ব্যতিক্রমধর্মী এমন আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। এ ধরনের আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তারা। 

আরও পড়ুন