Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


কুমেক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যের ডিজি

Main Image

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) ও হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম


কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) ও হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্য অধিদপ্তরের  মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। 

শনিবার (২ সেপ্টেম্বর) পরিদর্শনে গিয়ে কুমেক হাসপাতালের সার্বিক পরিস্থিতি নিয়ে হাসপাতাল সভাকক্ষে মতবিনিময় করেন। এছাড়াও জরুরি সেবা ব্যবস্থা, ডেঙ্গু পরিস্থিতির মোকাবেলায় ডেঙ্গু ওয়ার্ড সহ হাসপাতালের সকল ওয়ার্ড ঘুরে দেখেন তিনি।

একইসাথে হাসপাতালে ভর্তি রোগীদের খোঁজ নেওয়া সহ, নব নির্মিত ডায়ালাইসিস ওয়ার্ডের বাকী কার্যক্রম এবং নবসজ্জিত আইসিইউ ঘুরে দেখেন ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। পরে হাসপাতাল চত্বরে একটি বৃক্ষ রোপন করেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, ডা. মো. আজিজুর রাহমান সিদ্দিকী, পরিচালক, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, অধ্যাপক ডা. মোস্তফা কামাল আজাদ,অধ্যক্ষ, কুমিল্লা মেডিকেল কলেজ, সিভিল সার্জন কুমিল্লা। আরও উপস্থিত ছিলেন সকল উপ-পরিচালক, সহকারী পরিচালক, অধ্যাপক, কন্সাল্টেন্টসহ হাসপাতালের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী। 

আরও পড়ুন