Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


এফসিপিএস পার্ট-১ পরীক্ষার নতুন নিয়ম

Main Image

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্স


আগামী বছরের জানুয়ারি থেকে নতুন নিয়মে অনুষ্ঠিত হবে এফসিপিএস পার্ট-১ পরীক্ষা। সোমবার (২১ আগস্ট) বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্স এর সেক্রেটারি অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ জামাল স্বাক্ষরিত নোটিশে এ নিয়ম ঘোষণা করা হয়েছে। 

ঘোষিত নিয়ম অনুযায়ী, 

১. জানুয়ারি'২৪ থেকে এফসিপিএস পার্ট-১ পরীক্ষা ৩ দিনের পরিবর্তে ১ দিন হবে।

২. ৩ পেপারের পরিবর্তে ১ পেপার।

৩. প্রশ্ন থাকবে ১৫০ টা (৭৫টা এমসিকিউ, ৭৫টা SBA। প্রতিটি উত্তরের জন্য ২ নম্বর। মোট ৩০০ নম্বরের পরীক্ষা। 

৪. পাশ নম্বর ২১০। মোট নম্বর ৩০০। অর্থাৎ পরীক্ষায় পাসের জন্য ৭০ শতাংশ নম্বর পেতে হবে। 

Capture (2)

আরও পড়ুন