Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


এফসিপিএস পার্ট-১ পরীক্ষার ফল প্রকাশ

Main Image

এফসিপিএস পার্ট-১ সার্জারি ও সার্জারি এলাইড ফ্যাকাল্টির ফল প্রকাশ


বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) এফসিপিএস জুলাই প্রথম পর্ব পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) বিসিপিএসের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফল অনুযায়ী, পরীক্ষায় মোট অংশ নেন ৬ হাজার ৫শ’ ১৮ জন। এরমধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৩৫৮ জন। অর্থাৎ মোট পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন মাত্র ২০ দশমিত ৮৩ শতাংশ। 

357675124_209766801618055_2423120107227280730_n

আরও পড়ুন