বিশ্ব ম্যালেরিয়া দিবস ২০২৩ উপলক্ষে রোগ নিয়ন্ত্রণ শাখা, স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির অংশ হিসাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়
দেশে ম্যালেরিয়ায় মৃত্যুহার ৯১% কমেছে বলে এক অনুষ্ঠানে জানানো হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) হোটেল শেরাটন বনানীতে বিশ্ব ম্যালেরিয়া দিবস ২০২৩ উপলক্ষে রোগ নিয়ন্ত্রণ শাখা, স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির অংশ হিসাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আরও জানানো হয়, ২০৩৩ সালের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বাংলাদেশ ম্যালেরিয়া মুক্ত বলে ঘোষণা আসবে। ম্যালেরিয়া নির্মূলে সরকার ১.৫ কোটি মশারি বিতরণ করেছে। ম্যালেরিয়ায় মৃত্যুহার কমেছে ৯১%। চিকিৎসার আওয়ায় আসছে ৮৫%।
এতে প্রধান অতিথি রয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সভাপতিত্ব করছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। অনুষ্ঠানে আরো উপস্থিত আছেন ডা. বার্ডান জং রানা, অধ্যাপক ডা. আহমেদুল কবির, ডা. রাশেদা সুলতানাসহ অনেকে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন ও সূচনা বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাজমুল ইসলাম।
আরও পড়ুন