Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


সরকারি আট ডেন্টালে পদ বাড়ছে ১২০টি

Main Image

অধ্যাপক পদে ১২, সহযোগী অধ্যাপক পদে ৬৮, সহকারী অধ্যাপক পদে ১৬ ও প্রভাষক পদে ২৪ জন


অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপকসহ দেশের আট সরকারি মেডিকেল কলেজে ডেন্টাল ইউনিটের জন্য রাজস্ব খাতে ১২০টি নতুন পদ সৃজনের অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অধীন দেশের ৮টি সরকারি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের জন্য ১২০টি ক্যাডার পদ রাজস্বখাতে স্থায়ীভাবে সৃজনে নিম্নবর্ণিত শর্তে সম্মতি দেওয়া হলো। পদগুলো হলো- অধ্যাপক পদে ১২, সহযোগী অধ্যাপক পদে ৬৮, সহকারী অধ্যাপক পদে ১৬ ও প্রভাষক পদে ২৪ জন।

শর্তাবলী

১. ক্যাডার পদগুলো স্থায়ীভাবে সৃজিত হবে এবং ক্যাডার পদগুলো সৃজনে প্রধানমন্ত্রীর অনুমোদন গ্রহণ করতে হবে ও সংশ্লিষ্ট কম্পোজিশন অ্যান্ড ক্যাডার রুলে এ বিষয়ে প্রয়োজনীয় সংশোধনী আনতে হবে।

২. প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সুপারিশ নিতে হবে।

৩. অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ কর্তৃক নির্ধারিত বা যাচাইকৃত বেতন স্কেল যথাযথভাবে অনুসরণ করতে হবে।

৪. প্রশাসনিক মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক যাবতীয় আনুষ্ঠানিকতা পালনপূর্বক পদ সৃজনের জিও জারি করে জারিকৃত জিও-র চার কপিতে অর্থ বিভাগের পৃষ্ঠাঙ্কন গ্রহণ করতে হবে।

৫. অর্থ বিভাগের পৃষ্ঠাঙ্কনকৃত জিও-র এক কপি সংশ্লিষ্ট চিফ একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কার্যালয়ে প্রেরণ এবং এক কপি জিও সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী অফিসে সংরক্ষণ করতে হবে।

৬. মন্ত্রণালয়, বিভাগ বা অফিসের বিদ্যমান টিওঅ্যান্ডইতে নতুন সৃজিত পদ স্থায়ী হিসেবে চিহ্নিতকরণপূর্বক অন্তর্ভুক্ত করে টিওঅ্যান্ডই হালনাগাদ করতে হবে এবং হালনাগাদকৃত টিওঅ্যান্ডন্ডইর এক কপি অর্থ বিভাগে প্রেরণ করতে হবে।

৭. যে তারিখে প্রশাসনিক মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক পদ সৃজনের জিও জারি করা হবে, সেদিন থেকে পদটি সৃজিত হবে।

৮. বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নিয়োগবিধিতে এ সব পদ নাম ও নিয়োগ যোগ্যতা অন্তর্ভুক্ত করতে হবে।

৯. ক্যাডার শিডিউলে বিষয়ভিত্তিক পদনাম সংযোজনের পূর্বে সৃজিত পদে পদায়ন বা পদোন্নতি প্রদান করা যাবে না।

১০. পদ সৃজনে প্রক্রিয়া সম্পন্ন হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সাংগঠনিক কাঠামো হালনাগাদ করতে হবে।

১১. জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক আরোপিত সব শর্তাবলী যথাযথভাবে প্রতিপালন করতে হবে।

আরও পড়ুন