Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


সিএমইউ হবে আন্তর্জাতিকমানের : ভিসি অধ্যাপক ডা. ইসমাইল খান

Main Image

সিএমইউ হবে আন্তর্জাতিকমানের : ভিসি অধ্যাপক ডা. ইসমাইল খান


আগামীতে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা, গবেষণা ও চিকিৎসা সেবায় আন্তর্জাতিকমানের মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে বলে বিশ্বাস  বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. ইসমাইল খানের। এক ভিডিও বার্তায় এই আশা ব্যক্ত করেন তিনি। 


ভিসি জানান, দেশের চিকিৎসা ক্ষেত্রে উচ্চ শিক্ষা, গবেষণা ও সেবার মান এবং সুযোগ-সুবিধা সম্প্রসারণ ও উন্নয়নের লক্ষ্যে ২০১৬ সালে জাতীয় সংসদে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন পাস হয়। এরপর ২০১৭ সালের ১৭ মে ভিসি নিয়োগের মাধ্যমে এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। তারই ধারাবাহিকতায় (২০১৭-১৮) শিক্ষাবর্ষ থেকে এমবিবিএস এবং বিএসসি (অনার্স) ইন নার্সিং ও বিইউএমএস(ব্যাচেলর অব ইউনানী মেডিসিন অ্যান্ড সার্জারী) কোর্সের শিক্ষার্থীদের চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি করা হয়। যা আগে  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে হত।


ভিসি জানান, বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে, ১৯৭০ সালের নির্বাচনের মেনিফেস্টোতে তৎকালীন পূর্ববঙ্গে  মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অঙ্গীকার করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই ধারাবাহিকতায় তাঁর কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দূরদর্শী সিদ্ধান্ত নেন। প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে দেশের দ্বিতীয় মেডিকেল বিশ্ববিদ্যালয় হিসেবে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু।    


এই মেডিকেল বিশ্ববিদ্যালয় শুধুমাত্র চিকিৎসা শাস্ত্রের ‍উচ্চশিক্ষা গবেষণাই করবে না, পাশাপাশি আন্ডারগ্রাজুয়েট শিক্ষাকার্যক্রম তথা- এমবিবিএস, বিডিএস, নার্সিংসহ অন্যান্য মেডিকেল শিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে গুণগত মানসম্পন্ন স্বাস্থ্যকর্মী তৈরি করবে। 


বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠান ৪৬টি। এরমধ্যে, মেডিকেল কলেজ ১৬টি, ডেন্টাল কলেজ ২টি, নার্সিং কলেজ ২০টি,  মেডিকেল টেকনোলজি ৫টি, ইউনানী ১টি, অপটোমেট্রি ১টি, পোস্ট গ্র্যাজুয়েশন ১টি। 


চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে যেসব ডিগ্রি দেয়া হচ্ছে : এমডি ইন ইনফেকসাস ডিজিজ ও ট্রপিক্যাল মেডিসিন, এমবিবিএস, বিডিএস, ডিপ্লোমা ইন নার্সিং, বিএসসি ইন পোস্ট বেসিক নার্সিং, বিএসসি ইন পাবলিক হেলথ নার্সিং, মাস্টার্স ইন নার্সিং, বিইউএমএস, বিএসসি ইন ল্যাব টেকনোলজি, বিএসসি ইন ডেন্টাল টেকনোলজি, বিএসসি ইন অপটিমেট্রি, বিএসসি ইন ফিজিওথেরাপি।  


২০২২-২৩ সেশনে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন বিষয়ে ৩৫৯৬ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। এরমধ্যে- এমডি ইন ইনফেকসাস ডিজিজ ও ট্রপিক্যাল মেডিসিন বিভাগে ৫ জন, এমবিবিএস ১৪৮১ জন, বিডিএস ১৩০ জন, নার্সিং ১৫৬০ জন, বিইউএমএস ৫০ জন, হেলথ টেকনোলজি ৩৭০ জন। 


ফৌজদারহাটের সলিমপুরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে। মোট আয়তন ২৩ দশমিক ৯২ একর। 

স্থায়ী ক্যাম্পাস নির্মাণ শেষে মেডিকেল উচ্চশিক্ষা, গবেষণা ও চিকিৎসা সেবায় আন্তর্জাতিকমানের মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে সিএমইউ- এমনটাই প্রত্যাশা প্রতিষ্ঠানটির বর্তমান ভিসি অধ্যাপক ডা. ইসমাইল খানের। 

আরও পড়ুন