Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


চমেবির অধীনে এমবিবিএস ও বিডিএস ফাইনাল প্রফ শুরু

Main Image

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (চমেবি) অধীনে ফাইনাল পেশাগত এম বি বিএস ও বিডিএস পরীক্ষা শুরু


চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (চমেবি) অধীনে ফাইনাল পেশাগত এম বি বিএস ও বিডিএস পরীক্ষা শুরু হয়েছে। ২৯ মে (সোমবার) মেডিসিন পেপার-১ পরীক্ষা অনুষ্ঠিত হয়। চমেবি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। 

প্রকাশিত রুটিন অনুযায়ী- এরপর মেডিসিন পেপার-২ পরীক্ষা অনুষ্ঠিত হবে ১ জুন (বৃহস্পতিবার)।

সার্জারি পেপার-১ পরীক্ষা হবে ৪ জুন (রোববার)।

৭ জুন (বুধবার) হবে সার্জারি পেপার-২ পরীক্ষা।

১০ জুন (রোববার) অনুষ্ঠিত হবে অবসটেট্রিকস এন্ড গাইনোকোলজি পেপার-১ পরীক্ষা।

অবসটেট্রিকস এন্ড গাইনোকোলজি পেপার-২ পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ জুন (মঙ্গলবার)।

আরও পড়ুন