বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এমডি-এমএস পরীক্ষার ফি পুনঃনির্ধারণ করা হয়েছে। রোববার (২৮ মে) বিশ্ববিদ্যালয়ের ওয়েসাইটে প্রকাশিত নোটিশ থেকে এ তথ্য জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আজিজুর রহমান সাক্ষরিত নোটিশে বলা হয়েছে, এমডি/এমএস ফেজ-‘এ’র পরীক্ষার ফি ১২ হাজার তিনশ’ টাকা এবং ফেজ-‘বি’র জন্য ১৩ হাজার ৭৪০ টাকা।
তবে ফেজ-‘এ’র কোর্সআউট প্রশিক্ষণার্থীদের জরিমানা ধরা হয়েছে ৫০ হাজার টাকা। ফলে তাদের জন্য মোট ফি দাঁড়াচ্ছে ৬২ হাজার ৩০০ টাকা। ফেজ-‘বি’র কোর্সআউট প্রশিক্ষণার্থীদেরও ৫০ হাজার টাকা জরিমানা গুণতে হবে। সবমিলিয়ে তাদের মোট ফি জমা দিতে হবে ৬৩ হাজার ৭৪০ টাকা।
নোটিশের তথ্য অনুযায়ী, মেডিসিন, সার্জারি, ডেন্টিস্ট্রি ও প্যাডিয়াট্রিক্স অনুষদের লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৬ ও ১৭ জুলাই এবং বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স’র পরীক্ষা ২২ ও ২৭ জুলাই।
বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. আজিজুর রহমান স্বাক্ষরিত ওই নোটিস সংশ্লিষ্ট অনুষদের ডিন ও কোর্স পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।
আরও পড়ুন