Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


যুক্তরাজ্যের ডিগ্রি নিতে পারবেন না কর্মরত চিকিৎসকরা

Main Image

স্বাস্থ্য মন্ত্রণালয়


সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন না থাকায় যুক্তরাজ্যের ফেলোশিপ প্রোগ্রাম ও বিশেষ প্রশিক্ষণ এফ আর সি এস, এম আর সি পি, এম আর সি এস প্রভৃতি কোর্সের পরীক্ষায় অংশ নিতে পারছেন না দেশের দেশের বিভিন্ন হাসপাতালে কর্মরত চিকিৎসকেরা।

এ ধরনের কোর্সের পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিদেশ ভ্রমণে অনুমোদনের সুযোগ নেই বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সম্প্রতি (১৬ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইকবাল হোসেনের সাক্ষরিত এক অফিস আদেশে এ কথা বলা হয়। 

এরফলে লন্ডনের রয়্যাল কলেজ অব সার্জনস ফেলোশিপ পরীক্ষায় অংশ নিতে পারবেন না দেশ কর্মরত চিকিৎসকরা। 

অফিস আদেশটিতে বলা হয়, বিভিন্ন হাসপাতাল স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের কর্মরত চিকিৎসকরা এফ আর সি এস, এম আর সি পি, এম আর সি এস প্রভৃতি কোর্সের পরীক্ষায় অংশগ্রহণ করায় বিদেশ ভ্রমণের জন্য আবেদন করছেন। কিন্তু অর্থ বিভাগের পরিপত্র অনুযায়ী এ ধরনের আবেদন অনুমোদনের সুযোগ নেই।

আদেশে আরও বলা হয়, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের ৯ নভেম্বর ২০২২ তারিখের 01103,020,000০.০০১.২০০১-১৩৯ সংখ্যক স্মারক অনুযায়ী অর্থ বিভাগের পরবর্তী নির্দেশনা ব্যতিরেকে বর্তমানে এ ধরনের কোর্সের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নেই।

বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের কর্মরত চিকিৎসকদের এফ আর সি এস, এম আর সি পি, এম আর সি এস প্রভৃতি কোর্সের পরীক্ষায় অংশগ্রহণের আবেদনসমূহ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্বাস্থ্য সেবা বিভাগে না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে অফিস আদেশে। 

আদেশটি অবগতির জন্য স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়।

340488637_272247068458922_7279438413508821940_n

আরও পড়ুন