Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


এমবিবিএস ভর্তি পরীক্ষা : যেসব নির্দেশনা কেন্দ্র পরিদর্শকদের জন্য

Main Image

সুষ্ঠু পরিবেশে এমবিবিএস ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে  শিক্ষার্থীদের আসন নিশ্চিত করাসহ কেন্দ্র পরিদর্শক কর্মকর্তাদের জন্য সুনির্দিষ্ট কয়েকটি নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর


২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার (১০ মার্চ)। সুষ্ঠু পরিবেশে এমবিবিএস ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে  শিক্ষার্থীদের আসন নিশ্চিত করাসহ কেন্দ্র পরিদর্শক কর্মকর্তাদের জন্য সুনির্দিষ্ট কয়েকটি নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দিয়েছে অধিদপ্তর। 

নির্দেশায় বলা হয়েছে, পরীক্ষা কেন্দ্রের গেট খুলবে সকাল আটটায়। পরীক্ষার্থীদের হলে বা সিটে বসা নিশ্চিত করতে হবে সকাল সাড়ে নয়টার মধ্যে। কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়। ভেন্যুর গেট ৯টায় বন্ধ হলেও মানবিক বিবেচনায় ১০টার মধ্যে আসা পরীক্ষার্থীদের ঢুকতে দেওয়া যেতে পারে। তবে পরীক্ষা শুরুর পর অর্থাৎ  সকাল ১০টার পর কোনো বিবেচনাতেই কোন পরীক্ষার্থীকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না।

প্রশ্নপত্রের ট্রাঙ্ক খুলবেন সকাল সাড়ে নয়টায়। কেন্দ্র বা ভেন্যুর কন্ট্রোল রুম থেকে প্রশ্নপত্র হলে পাঠাবেন সকাল ৯টা ৪৫ মিনিটে। দূরের বা উপরের ফ্লোরের প্রশ্নপত্র আগে পাঠাতে হবে। ইনভিজিলেটরদের হলে পৌঁছাবেন সকাল আটটার মধ্যে।

পরীক্ষার্থী, ইনভিজিলেটর ও ভেন্যুর কর্মকর্তা-কর্মচারীদের মোবাইল, ইলেকট্রনিক্স, ব্লটুথ, এয়ারফোন ইত্যাদি সাথে আনা যাবে না। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হলে মোবাইল ফোন ব্যবহার করবেন না। মোবাইলে কোনো ছবি তুলবেন না। ট্রাঙ্কের ছবিও না। ভেন্যু-ইন-চার্জের হাতে অধিদপ্তর থেকে সরবরাহকৃত একটি মোবাইল থাকবে। তিনি ট্রাক খোলার ছবিসহ অন্যান্য তথ্য এ মোবাইলের মাধ্যমে অধিদপ্তরে আদান-প্রদান করবে পারবেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সকাল কেন্দ্র বা ভেন্যুতে পৌঁছবেন ৮টার মধ্যে। পরীক্ষা শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ট্রাঙ্ক নিয়ে রওয়ানা পর্যন্ত তিনি কেন্দ্র বা ভেন্যুতে অবস্থান করবেন। জেলা ভিত্তিক প্রশ্নপত্রের ট্রাঙ্ক জেলা ট্রেজারিতে সংরক্ষিত থাকবে।

কোনো অননুমোদিত ব্যক্তি কেন্দ্র, ভেন্যু বা হলে প্রবেশ করতে পারবেন না। কোনো অভিভাবক ভেন্যু বা হলে প্রবেশ করবেন না। দায়িত্বপ্রাপ্ত সবাই সংশ্লিষ্ট দায়িত্ব সংক্রান্ত চেস্ট-কার্ড উপযুক্ত স্থানে প্রদর্শন করবেন।

আরও পড়ুন