Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


এমবিবিএস ভর্তি পরীক্ষার আবেদন শুরু আজ

Main Image

২০২২-২০২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথমবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদন শুরু হচ্ছে আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে


২০২২-২০২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথমবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদন শুরু হচ্ছে আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ২৩ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। 

গত বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক (শিক্ষা চিকিৎসা) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন স্বাক্ষরিত এমবিবিএস ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়। 

প্রকাশিত ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত ভর্তি নীতিমালা-২০২৩ অনুযায়ী, ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকে অনলাইনে নির্ধারিত ছকে আবেদন করতে হবে।

অনলাইনে আবেদনের ফি জমা দেয়ার শেষ তারিখ ২৪ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। প্রবেশপত্র বিতরণ (ডাউনলোড) ৬ ও ৭ মার্চ। ভর্তিপরীক্ষা ১০ মার্চ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত।

এবারের নীতিমালা অনুযায়ী, বিদেশে গিয়ে এমবিবিএস ডিগ্রি নিতে চাইলেও পাস করতে হবে বাংলাদেশের মেডিকেল ভর্তি পরীক্ষায়। এ জন্য ন্যূনতম ৪০ নম্বর পেতে হবে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের। এরপর বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) থেকে ইলিজিবিলিটি সার্টিফিকেট নিতে হবে ৷ জারিকৃত মেডিকেল ভর্তি সার্কুলারের ২০ নং ধারায়  এ এই নিয়মের কথা বলা হয়েছে। 

আরও পড়ুন