Ad
Advertisement
Doctor TV

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫


প্রসঙ্গ : ওভারিয়ান ক্যান্সার

Main Image

ওভারিয়ান ক্যান্সার


ওভারিয়ান ক্যান্সার হচ্ছে এমন এক ধরনের ক্যান্সার যা কিনা ওভারিতে হয়ে থাকে আর এটি মেয়েদের হয়। মেয়েদের দুইটি ওভারি আছে ইউটেরাসের দুই পাশে। ওভারিয়ান ক্যান্সার যতক্ষণ না পর্যন্ত পেলভিক জোনে এবং পেটে ছড়ায় ততক্ষণ পর্যন্ত এটি বুঝা যায়না। পেটে এবং পেলভিক জোনে হওয়ার পর বুঝা যায় যে ওভারিয়ান ক্যান্সার হয়েছে। আর লাস্ট পর্যায়ে এসে যখন এটি ধরা পড়ে তখন চিকিৎসা দিয়ে সাধারণত ভাল করা যায় না এবং তখন এটি প্রাণঘাতক হয়ে যায়। কিন্তু যদি প্রাথমিক পর্যায়ে এটি ধরা পড়ে তাহলে চিকিৎসার মাধ্যমে ভাল করা সম্ভব।

সাধারণত সার্জারি এবং কেমোথেরাপি ব্যবহার করা হয় ওভারিয়ান ক্যান্সারের চিকিৎসায়।

আরও পড়ুন