Advertisement
Doctor TV

মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫


বৈঠকে রাজি বিএমডিসি, মেডিকেল শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

Main Image

ক্যারিঅন পুনর্বহাল ও সিজিপিএ পদ্ধতি বাতিল চেয়ে চলমান বিক্ষোভ করেন বিভিন্ন মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীরা


বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি)  আশ্বাসে ক্যারিঅন পুনর্বহাল ও সিজিপিএ পদ্ধতি বাতিল চেয়ে চলমান আন্দোলন কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

আজ রোববার (৮ জানুয়ারি) বেলা ৩টায় বিএমডিসির রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেন মেডিকেল শিক্ষার্থীদের এই আশ্বাস দেন। 

এর আগে সকাল থেকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে একত্রিত হয়ে বিক্ষোভ করেন বিভিন্ন মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীরা। দুপুরে মিছিল সহকারে বিজয়নগরস্থ বিএমডিসি কার্যালয়ের সামনে গিয়ে দাবির পক্ষে নানা স্লোগান দিতে থাকেন তারা। 

এরপর শিক্ষার্থীদের প্রতিনিধিরা বিএমডিসি কার্যালয়ে স্মারকলিপি জমা দিতে যান। এ সময় প্রতিষ্ঠানটির রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেন সমস্যা সমাধানে আগামী ৭ কর্মদিবসের মধ্যে বৈঠকে বসার আশ্বাস দেন। ঊর্ধতন মহলের এমন আশ্বাসে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন শিক্ষার্থীরা। এ সময়ের মধ্যে দাবি আদায় না হলে কঠোর ও লাগাতার কর্মসূচিতে নামবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।  

এর আগে, গত ২৭ ডিসেম্বরও একই দাবিতে বিএমডিসির সামনে বিক্ষোভ করেন মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা। 

আরও পড়ুন