Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


পটুয়াখালী মেডিকেলে ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

Main Image

আনন্দঘন পরিবেশে অন্তঃমেডিকেল কলেজ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে সাগর কন্যা পটুয়াখালী মেডিকেল কলেজে


বিশ্বকাপের ডামাডোলের মধ্যেই আনন্দঘন পরিবেশে অন্তঃমেডিকেল কলেজ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে সাগর কন্যা পটুয়াখালী মেডিকেল কলেজে। রোববার (১৮ ডিসেম্বর) অনুষ্ঠিত ফাইনালে সার্জারি স্ট্রোমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গাইনী গ্লাডিয়েটরস। 

প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন পটুয়াখালীর জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম।

টুর্নামেন্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ফাইজুল বাশার বাবু। আরও উপস্থিত ছিলেন ডা. সিদ্ধার্থ শংকর দাস, ডা. দীপক কীর্তনীয়া সহ অন্যান্য শিক্ষক, ক্রীড়া কমিটির ছাত্র প্রতিনিধি, অংশগ্রহণকারী ও সাধারণ ছাত্র-ছাত্রী, অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা। 

আরও পড়ুন