Ad
Advertisement
Doctor TV

রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫


ওমানে আরও ডাক্তার-নার্সসহ দক্ষ জনশক্তি পাঠাতে চান রাষ্ট্রপতি

Main Image

বাংলাদেশে নবনিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আব্দুল গাফফার বিন আব্দুল করিম আল-বালুসি রোববার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন


মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ ওমানে আরও ডাক্তার-নার্সসহ দক্ষ জনশক্তি রপ্তানিতে আগ্রহ দেখিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বাংলাদেশে নবনিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আব্দুল গাফফার বিন আব্দুল করিম আল-বালুসি রোববার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করতে গেলে এই বিষয়ে রাষ্ট্রপতি তাঁর আগ্রহ প্রকাশ করেন। সূত্র : বাসস। 

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, ওমানের নতুন রাষ্ট্রদূত পরিচয়পত্র পেশ করতে গেলে রাষ্ট্রপতি তাঁকে স্বাগত জানান। সেইসাথে নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকালে বাংলাদেশের সাথে ওমানের সম্পর্ক আরো জোরদার হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

রাষ্ট্রপতি বলেন, ওমান বাংলাদেশের শ্রম শক্তি রপ্তানির গুরুত্বপূর্ণ গন্তব্য।
প্রবাসী বাংলাদেশীরা উভয় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে উল্লেখ করে বাংলাদেশ থেকে ডাক্তার, নার্সসহ আরও দক্ষ জনশক্তি নেয়ার আহ্বান জানান  রাষ্ট্রপতি।

আরও পড়ুন